অ- অ+

বিকেলে ৫টার দিকে পর পর ১১টি ককটেল বিস্ফোরণের ঘটনায় সমাবেশ পণ্ড হয়ে যায়। এ সময় ১৮ দলের নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে।
বিকেল ৩টা ৮ মিনিটে সমাবেশ শুরু হয়। রাজধানীর বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশে জড়ো হয় নেতাকর্মীরা। বিকেলে ৫টার দিকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য শুরু হয়। এ সময় সমাবেশস্থলে পর পর ১১টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে পণ্ড হয়ে যায় সমাবেশে। আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। এ সময় নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষে করে। এ মুহূর্তে বিক্ষুব্ধ নেতাকর্মীরা ফকিরাপুর, দৈনিক বাংলার মোড় ও নয়াপল্টনে গাড়িতে ব্যাপক ভাঙচুর করে। ভাঙচুরে জামায়াত-শিবির কর্মীরা সক্রিয় রয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
No comments:
Post a Comment