Monday, March 11, 2013

‘দাবি আদায়ের উৎকৃষ্ট উদাহরণ শাহবাগ আন্দোলন’

‘দাবি আদায়ের উৎকৃষ্ট উদাহরণ শাহবাগ আন্দোলন’



‘দাবি আদায়ের উৎকৃষ্ট উদাহরণ শাহবাগ আন্দোলন’
শান্তিপূর্ণ উপায়ে দাবি আদায়ের উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে শাহবাগের গণজাগরণ আন্দোলন বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা।

তিনি বলেন, “মত প্রকাশের জন্য সহিংসতা কোনো সমাধান নয়।”

সোমবার সকাল ১১টায় বারিধারার আমেরিকান সেন্টারে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

মার্কিন রাষ্ট্রদূত শাহবাগের গণজাগরণ আন্দোলনকে দাবি আদায়ের উৎকৃষ্ট উদাহরণ হিসেবে ব্যাখ্যা দিয়ে বলেন, “শান্তিপূর্ণভাবে মানুষ কীভাবে তাদের দাবি জানাতে পারেন, তার উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে শাহবাগের গণজাগরণ আন্দোলন।”

তিনি এসময় জামায়াতের সহিংসতার প্রতি ইঙ্গিত করে বলেন, “মতপ্রকাশের জন্য সহিংসতা কোনো সমাধান নয়। বাংলাদেশে সাম্প্রতিক সময়ে সহিংসতায় যে প্রাণহানি ও সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে, বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের মানুষ যে আক্রান্ত হয়েছেন, তাতে মার্কিন যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন!”

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ড্যান ডব্লিউ মজীনা বলেন, “জামায়াত একটি নিবন্ধিত দল। আমি যতটুকু জানি, সংসদে তাদের সদস্য রয়েছে।”

জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করার ব্যাপারে তার মন্তব্য কী জানতে চাইলে সাংবাদিকদের তিনি বলেন, “বাইরের লোক হিসেবে আমি এ বিষয়ে কোনো মন্তব্য করতে পারি না। এটি বাংলাদেশের সম্পূর্ণ অভ্যন্তরীণ বিষয়।”

উল্লেখ্য, গত সপ্তাহে আমেরিকা থেকে বাংলাদেশে ফেরার পর মাকিন রাষ্ট্রদূতের এটাই কোনো প্রথম আনুষ্ঠানিক মন্তব্য।

No comments:

Post a Comment